• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২১ পিএম;
বিশ্বনাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু 
বিশ্বনাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু 

সিলেটের বিশ্বনাথে আজ (১০ জুন ২০২৩ ইং) থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের খেলা।  .

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এর সভাপতিত্বে উপজেলা জানাইয়া ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মখদ্দুছ আলী ও ফখরুল ইসলাম প্রমুখ। .

খেলা হোক বিনোদনের মাধ্যম এমন প্রতিপাদ্য নিয়ে কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন দেশব্যাপী চলমান রয়েছে। .

বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের অনূর্ধ্ব ১৭ খেলোয়াড়দের নিয়ে উপজেলার ঐতিহ্যবাহী জানাইয়া মাঠে ৩ নং অলংকারী ইউনিয়ন বনাম ৭ নং দেওকলস ইউনিয়নের মধ্যে দুপুর ২ ঘটিকায় খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে ৭ নং দেওকলস ইউনিয়ন অলংকারী ইউনিয়নে বিরুদ্ধে ১-০ গোলে  জয়লাভ .

দিনের ওপর খেলায় বিকেল ৪ ঘটিকায় ২নং খাজাঞ্চি ইউনিয়ন বনাম ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন একে অপরের মোকাবেলা করে ২-০ গোলে খাজাঞ্চি ইউনিয়ন জয়ী হয়েছে। .

আগামীকাল ১১ জুন দুপুর ২ ঘটিকায় উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়ন বনাম ৫ নং দৌলতপুর ইউনিয়নের মধ্যে দিনের প্রথম খেলা এবং বিকেল ৪ ঘটিকায় ৮ নং দশঘর ইউনিয়ন বনাম ৪ নং রামপাশা ইউনিয়ন দিনের ২য় খেলায় পরস্পরের মোকাবেলা করার কথা রয়েছে। .

আগামী ১২-১৩ জুন সেমিফাইনাল ও ১৪ জুন ফাইনাল খেলা একি মাঠে অনুষ্ঠিত হবে। . .

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ